ব্যান্ডেজের উপর মাসাহ করা ব্যক্তির পেছনে সুস্থ ব্যক্তির নামায

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

এক ব্যক্তির বাম পা মারাত্মকভাবে যখম হওয়ায় ডাক্তার তার পা ব্যান্ডেজ করে দিয়েছে। তাই সে অযু করার সময় ব্যান্ডেজের উপর মাসাহ করে নামায পড়ে। জানার বিষয় হল, তাকে যদি ফরয নামাযের ইমাম বানানো হয় আর সুস্থ লোকজন তার ইকতিদা করে তাহলে কি সুস্থ লোকদের নামায সহীহ হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, ব্যান্ডেজের উপর মাসহকারী ইমাম হতে পারে এবং তার পিছনে সুস্থ লোকদের ইকতিদা সহীহ হবে। তবে যে ব্যক্তির ক্ষতস্থান থেকে সর্বদা রক্ত বা পুঁজ ঝরতে থাকে তার জন্য ইমামতি করা সহীহ হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩৫০
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৪৭
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ১৮৫
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৫১৮
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮৪
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯০
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৮৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১