একাকী নামায আদায়কারীর পিছনে ইকতিদা

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

কেউ একাকী নামায শুরু করেছে। অত:পর একজন এসে তার পিছনে ইকতিদা করল। এমতাবস্থায় দ্বিতীয় ব্যক্তির নামায শুদ্ধ হবে কি-না?

এক ব্যক্তি একাকী নামায পড়তে দাঁড়িয়ে ভুলে ইমামতের নিয়ত করে ফেলে। পরে স্মরণ হওয়ায় নামাযের ভিতরই একাকীত্বের নিয়ত করে নিয়েছে। এ অবস্থায় এক লোক এসে তার পিছনে ইকতিদা করেছে। এখানে প্রথম ব্যক্তির নামায কি শুদ্ধ হবে? যদি হয়, তবে দ্বিতীয় ব্যক্তির ইকতিদাও কি সহীহ হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মুক্তাদী পুরুষ হলে ইমামত সহীহ ও শুদ্ধ হওয়ার জন্য যেহেতু ইমামতের নিয়ত করা জরুরী নয়, অতএব প্রশ্নে উল্লেখিত উভয় সূরতে দু’জনের নামাযই শুদ্ধ হয়ে যাবে। তবে ইমামতের নিয়ত না থাকা অবস্থায় ইমামতের যে আলাদা সাওয়াব রয়েছে, তা হতে ইমাম সাহেব বঞ্চিত হবেন।

আবার যদি ইমাম সাহেব দ্বিতীয় ব্যক্তির ইকতিদার সময় তার ইমামতের নিয়ত করে নেন, তবে তিনি ইমামতের সাওয়াব পেয়ে যাবেন। কিন্তু এমতাবস্থায় যদি জেহরী নামায হয় (যে নামাযে কিরাআত জোরে পড়তে হয়), তাহলে নিয়তের পর হতে আওয়ায করে কিরাআত পড়া ইমামের উপর ওয়াজিব হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১