কোন ধরণের সম্পদের উপর কুরবানী ওয়াজিব, কুরবানীর দিনসমূহে নেসাবের মালিকের হাতে টাকা না থাকলে করণীয় কী

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকুরবানী ও আকিকা১৩ মে, ২১

প্রশ্ন

কুরবানির নেসাব কি নগত টাকার সাথে সম্পর্কিত? এক ব্যাক্তি অনেক সম্পদের মালিক কিন্তু ১০, ১১, ১২ যিলহায যদি নেসাব পরিমান নগদ টাকা না থাকে তাহলে কি তার উপর কুরবানি ওয়াজিব হবে না? যদি ওয়াজিব হয় কি ধরনের সম্পদ নেসাব হিসাবে গণ্য হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রয়োজন অতিরিক্ত সমস্ত সম্পদের উপরই কুরবানী আসে। যদি তা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য পরিমাণ হয়ে যায় এবং ঋণমুক্ত হয়। প্রয়োজনীয় সম্পদ বলতে বুঝায়, খাবার দাবার, পোশাক পরিচ্ছেদ, বসবাসের গৃহ ইত্যাদি। যা ছাড়া মানুষ জীবন ধারণ করতে অক্ষম। এসব বস্তুকে বলা হয় প্রয়োজনীয় বস্তু। এছাড়া যত সম্পদ থাকবে, এর উপর কুরবানী ও সদকায়ে ফিতির ওয়াজিব হয়।

যদি নগদ অর্থ দিয়ে কুরবানী ক্রয় করতে না পারে, তাহলে ঋণ করে হলেও কুরবানী দিতে হবে। পরে তা আদায় করে দিবে। যদি এটিও সম্ভব না হয়, কুরবানীর দিনসমূহ চলে যায়, তাহলে পরবর্তীতে একটি মধ্যমপন্থী বকরীর মূল্য কুরবানীর নিয়তে সদকা করে দিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৫২
  • الدر المختار مع رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মে, ২১