নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করলে, নামায শেষে আদায় করে নিলে নামায সহীহ হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সিজদার আয়াত তিলাওয়াত করলে, তার নিয়ম হল- সাথে সাথে সিজদাহ করে নেয়া। চাই নামাযের ভিতরে হোক, বা নামাযের বাইরে।

কিন্তু নামাযের মধ্যে তিলাওয়াতের সিজদাহ আদায় না করে, নামায শেষে আদায় করে নিলে, সিজদাহ আদায় হবে না, বরং গুণাহগার হবে। তাওবা-ইস্তেগফার ব্যতীত মাফের অন্য কোন সুরত নেই। অবশ্য নামাযের বাইরে তাত্ক্ষণিক সিজদা না করে থাকলে, পরবর্তীতে আদায় করার সুযোগ থাকবে। তবে অযথা দেরী করা অনুচিত। উল্লেখ্য, নামাযে সিজদার আয়াত তিলাওয়াতের পর তিন আয়াতের কমে রাকা‘আত শেষ হলে ঐ রাকা‘আতের সিজদার সহিত তিলাওয়াতের সিজদাও আদায় হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল ফাতাওয়া জাদীদ, খন্ড: , পৃষ্ঠা: ৫৫৪
  • মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩,৬৩,৫৭১
  • বেহেশতী জেওর, খন্ড: , পৃষ্ঠা: ৪৩
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৮
  • দুররে মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১০৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১