জ্বীন জাতির মধ্যে নবী-রাসূল প্রেরণ

ইসলামী জিন্দেগীআকীদা২৩ ফেব, ২১

প্রশ্ন

জ্বীন জাতির মধ্যে আল্লাহ তা‘আলা কোন নবী-রাসূল বানিয়েছেন কি-না এবং জ্বীনদের মধ্যে নর ও নারী আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জ্বীন জাতির মধ্যে থেকে আল্লাহ তা‘আলা কোন নবী ও রাসূলকে প্রেরণ করেননি। নবী ও রাসূল একমাত্র মানব জাতি থেকেই প্রেরিত হয়েছে। অবশ্য জ্বীন জাতির উপরও আল্লাহর বিধান আরোপিত হয়েছে। এজন্য তাদের মধ্যে এবং মানুষের মধ্যে হেদায়াতের কাজের জন্য আল্লাহ তা‘আলা মানুষদের থেকেই নবী প্রেরণ করেছেন। জ্বীন জাতির মধ্যে নর-নারী আছে এবং সন্তান প্রজননের ধারা বিদ্যমান আছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আকামুল মারজান ফি আহকামিল জান্‌ন, পৃষ্ঠা: ৪৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১