জিন জাতির সাথে বিবাহ শাদির হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক১২ মে, ২১

প্রশ্ন

জিন জাতির মেয়ের সঙ্গে মানুষের বিয়ে নিয়ে যে গল্পগুলো প্রচলিত আছে তা কি সত্যি? মানে আমি বলতে চাচ্ছি, জিন জাতির সাথে মানবজাতির বিয়ে হওয়া কি সম্ভব? ইসলাম ধর্মে কি অনুমতি আছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এক হল বিয়ে করা, আরেক হল বিয়ে জায়েজ হওয়া। বিয়ে করা সম্ভব। কিন্তু বিয়েটি জায়েজ কি না? এ ব্যাপারে ফুক্বাহায়ে কেরামের মাঝে মতভেদ আছে। তবে বিশুদ্ধ মত হল জায়েজ নয়। বিয়ে হওয়ার জন্য সমগোত্র শ্রেণী হওয়া আবশ্যক। এ কারণে মানুষের জন্য অন্য কোন সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়।

সুতরাং জিনজাতি যেহেতু মানব জাতি থেকে সম্পূর্ণ ভিন্ন এক জাতি। মানুষ মাটির তৈরী প্রাণী আর জিন হল আগুনের তৈরী। তাই ভিন্ন প্রজাতির প্রাণী হওয়ায় পরস্পর বিবাহ জায়েজ নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১২ মে, ২১