জিন জাতির মাঝেও কি বিবাহ শাদি প্রচলিত

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবিধ১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

অভিশপ্ত শয়তান তো শুধু ইবলিশই ছিল। তো সকল মানুষকে কি ইবলিশ একাই ধোঁকা দেয় নাকি তার সাঙ্গ পাঙ্গ ও আছে? বিভিন্ন হাদীস দ্বারা বুঝা যায় তার সাঙ্গ পাঙ্গ আছে। তো আমার প্রশ্ন ইবলিশের বংশ বিস্তার কীভাবে হয়? তাদের ও কী বিয়ে শাদী আছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইবলিশ জিন জাতির অন্তর্ভূক্ত। قوله تعال: وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلاَّ إبليس كان من الجن ففسق عن أمر ربه • জিন জাতি আগুনের সৃষ্টি। পবিত্র কুরআনের একাধিক আয়াতে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে। -সূরা কাহ্‌ফ, ৫০

মানুষ সৃষ্টির আগেই জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনের আয়াতে তা স্পষ্ট উল্লেখ করা হয়েছে- قوله تعال: ولقد خلقنا الإنسان من صلصالٍ من حَمَإٍ مَّسنونٍ – والجآنَّ خلقناه من قبل من نَّار السَّموم • জিনদেরও মানুষের মত, চোখ, কান, নাক, মন, শরীর ইত্যাদি আছে। -সূরা হিজ্‌র, ২৬-২৭

শয়তান ও খায় এবং পানও করে। ইবলিস হল জিন জাতির পিতা। যেমন হযরত আদম হলেন মানব জাতির পিতা।

عَنْ عَلِيِّ بْنِ مُحَمَّدِ بْنِ إِبْرِاهِيم: حَدَّثَنَا ابو صالح، حدثني مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ أَنَّ الْعَلاءَ بْنَ الْحَارِثِ حَدَّثَهُ عَنِ ابْنِ شِهَابٍ قَال: إِبْلِيسُ أَبُو الْجِنِّ، كَمَا أَنَّ آدَمَ أَبُو الإِنْسِ، وَآدَمُ مِنَ الإِنْسِ، وَهُوَ أَبُوهُمْ، وَإِبْلِيسُ مِنَ الْجِنِّ وهو أبوهم. لكتا: مكائد الشيطان المؤل: أبو بكر عبد الله بن محمد بن عبيد بن سفيان بن قيس البغدادي الأموي القرشي المعروف بابن أبي الدنيا

জিনদের মাঝে বিবাহ শাদিও প্রচলিত। মানুষদের যেভাবে সন্তান হয়, জিনদেরও সেভাবে সন্তান হয়। জিনদেরও মানুষের পরিবার রয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া ইবনে তাইমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩৫
  • সূরা: الأعراف, আয়াত: ১৭৯
  • সূরা: الكهف, আয়াত: ৫০
  • সূরা: الرحمن, আয়াত: ৫৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১