কাযা নামাযের জন্য আযান একামত দেওয়া

মাসিক আল কাউসারনামায১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমার এক ওয়াক্ত নামায কাযা হয়েছে এবং আমি একামত ছাড়াই কাযা করি। কিন্তু একজন আলেমের কাছে শুনলাম, কাযা নামাযের জন্যও ইকামত দিতে হবে। উক্ত আলেমের কথা কি ঠিক? তাহলে কি আমাকে পুনরায় কাযা আদায় করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কাযা নামাযের জন্যও আযান ও ইকামত দেওয়া সুন্নত। তবে আযান ইকামত না দেওয়ার কারণে বিগত দিনের কাযা নামায পুনরায় পড়তে হবে না।

উল্লেখ্য একাকী কাযা আদায় করলে নিম্নস্বরে আযান ও ইকামত দিবে। এমনিভাবে যদি কোনো মসজিদে কাযা নামায আদায় করা হয় তাহলে জামাতে পড়লেও উঁচু আওয়াজে আযান ইকামত দেওয়া যাবে না; বরং শুধু জামাতের লোকজন শুনতে পায় এবং অন্যদের বিঘ্ন না ঘটে এতটুকু উঁচু শব্দ করতে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে নাসায়ী, খন্ড: , পৃষ্ঠা: ৭৬
  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ১৩৫
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৬১
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩৮০
  • সহীহ ইবনে খুযাইমা, হাদীস নং: ৯৯৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১