একাধিক আযানের জবাব দিতে হবে কি-না ?

ইসলামী জিন্দেগীবিবিধ২৪ ফেব, ২১

প্রশ্ন

জামা‘আতে নামাযের পার্থক্য অনুসারে বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে আযান দেয়া হয়। এমনকি একই সময়ে বিভিন্ন মসজিদের আযান কানে পৌঁছে। প্রশ্ন হচ্ছে- আমরা কি সবগুলো আযানেরই জবাব দিব, নাকি কোন একটার?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

একাধিক আযান যদি আগে পরে হয়, তাহলে প্রথম আযানের উত্তর দিতে হবে। আর একই মুহূর্তে এক সাথে আযানের ধ্বনি কানে আসলে স্বীয় মহল্লার মসজিদ যেখানে সে নামায পড়ে, সেটির আযানের উত্তর দিবে।

আর আযানের কার্যত জওয়াব দেয়া ওয়াজিব। অর্থাৎ আযান শুনে সক্ষম পুরুষদের জন্য জামা‘আতে হাযির হওয়া ওয়াযিব। বিনা উযরে ঘরে নামায পড়লে ওয়াজিব তরক হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদদুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪০০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৭
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১