একাকী বা ঘরে জামা‘আতের সাথে নামায আদায়ের ক্ষেত্রে আযান ও ইকামতের হুকুম

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

আমি এমন এক শহরে চাকুরী করি, যেখানে আশে পাশে কোন মসজিদ নেই, অনেক দূরে একটা মসজিদ আছে, কিন্তু আযান শোনা যায় না, তাই যখন একা নামায পড়ি, তখন আযান ইকামত ছাড়াই নামায পড়ি। আর যখন ২/৪ জন মিলে নামায পড়ি, তখন শুধু ইকামত দিয়েই পড়ি। এমতাবস্থায় আযান ব্যতীত নামায সহীহ হবে কি-না? একা নামাযের জন্য আযান, ইকামত জরুরী কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার স্থান থেকে যেহেতু মসজিদের আযান শোনা যায় না, তাই জামা‘আতের সাথে নামায পড়ার জন্য আযান ও ইকামত উভয়টিই দিতে হবে। আর একা যখন নামায পড়বেন, তখন শুধু ইকামত ‍দিলেই চলবে। তবে শুরুতে আযান দেয়াও উত্তম হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৮৫
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৪
  • আযীযুল ফাতাওয়া, পৃষ্ঠা: ১৮২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১