মহিলাদের জন্য আযান-ইকামতের বিধান

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

মহিলারা ঘরে একা একা নামায পড়ার সময় ইকামত বলবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মহিলাদের জন্য আযান-ইকামতের বিধান নেই। তাদের আযান-ইকামত দেওয়া মাকরূহ। তারা আযান-ইকামত ছাড়া নামায আদায় করবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে বায়হাকী, খন্ড: , পৃষ্ঠা: ৪০৮
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৬
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৮
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২১৯
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৩
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৯১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১