ইমামতীর বেশী হকদার কে ?

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

আমাদের গ্রামের ঈদের নামাযের ইমাম নিয়োগ নিয়ে ইখতিলাফ হয়ে থাকে।কিন্তু কতিপয় গ্রামবাসী একজন আলিয়া মাদ্রাসার কারী সাহেবকে ইমাম বানাতে চায়। আর কিছু গ্রামবাসী একজন কারী হাফেজ এবং দাওরা ফারিগ একজন আলেমকে ইমাম বানাতে চায়। এখন তাদের মধ্যে ইমামতের জন্য উত্তম কে হতে পারেন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইমামতীর যোগ্যতার জন্য কাওমী মাদ্রাসার আলেম বা আলিয়া মাদ্রাসার আলেম হওয়া কোন মাপকাঠি নয়। বরং নিম্নবর্ণিত বিষয়াবলীতে দু’জনের মাঝের অধিক যোগ্য ব্যক্তিকে নির্ণয় করা যায়। যথা-

(১) উভয়ের মধ্যে দীন সম্পর্কে যিনি বেশী ইলম ও জ্ঞান রাখেন। বিশেষ করে নামাযের মাসআলা -মাসাইল সম্পর্কে যিনি বেশী জানেন।

(২) প্রয়োজনীয় কিরাআত বিশুদ্ধ থাকার পর উভয়ের মধ্যে যার কুরআন তিলাওয়াত বেশী সহীহ ও ভাল।

(৩) উভয়ের মধ্যে যিনি বেশী মুত্তাকী এবং পরহেযগার।

(৪) উভয়ের মধ্যে যার চরিত্র তুলনামূলকভাবে বেশী ভাল।

(৫) উভয়ের মধ্যে যার বংশ উত্তম এবং কন্ঠস্বর ভাল।

(৬) উভয়ের মধ্যে যিনি বেশী পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় থাকেন।

(৭) উভয়ের মধ্যে যার বয়স বেশী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬০
  • বাদায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৫৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১