নামাজে ইমামতির নিয়তের প্রয়োজনীয়তা

মাসিক আল কাউসারনামায১ মার্চ, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি একাকী নামায পড়ার নিয়তে নামায শুরু করার পর এক ব্যক্তি এসে তার পিছনে ইকতিদা করে ও তার সাথে নামায শেষ করে। প্রশ্ন হল, ঐ ব্যক্তি ইমামতির নিয়ত না করলে মুকতাদির নামায সহীহ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, ইমামতির নিয়ত না করলেও ঐ মুকতাদীর নামায সহীহ হয়েছে। কারণ ইকতিদা সহীহ হওয়ার জন্য ইমামতির নিয়ত জরুরি নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ২৫১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৮৩
  • হাশিয়া তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ১২১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪২৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১