মেয়েদের হায়েয-নেফাসের সময় এই আমলগুলো করা যায় কিনা। যেমন- তিন কুল পড়ে শয়নের সময় শরীরে ফুক দেয়া। আয়াতুল কুরসী পাঠ করা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা আল ইমরানের ১৭-১৮ ও ২৬-২৭ আয়াত ও তওবার শেষের ২ আয়াত পাঠ করা ইত্যাদি।
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যদি কোন মহিলার হায়েয-নেফাসের সময় শয়ন কালে আয়াতুল কুরসী, তিন কুল ইত্যাদি এবং অন্যান্য দু‘আ বা এরূপ অন্য কোন আয়াত বালা মুসীবত থেকে মুক্তি ও হিফাজতের উদ্দেশ্যে পড়তে চায় তাহলে পড়তে পারবে। কিন্তু তিলাওয়াতের নিয়্যতে উপরোক্ত অবস্থায় ছোট একখানা আয়াত পড়াও নাজায়িয।
- والله اعلم باالصواب -