হায়েয-নেফাস অবস্থায় নামায ও রোযার হুকুম

ইসলামী জিন্দেগীপবিত্রতা২৪ ফেব, ২১

প্রশ্ন

হায়েয-নেফাসের সময় নামায-রোযা কি একেবারে মাফ হয়ে যায়? নাকি কাযা করতে হয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হায়েয-নেফাসের সময় নামায মাফ হয়ে যায়। নামায কাযা করতে হয় না। কিন্তু রোযা মাফ হয় না। পরে রোযার কাযা আদায় করতে হয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসলিম শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ১৫৩
  • ফাতাওয়ায়ে আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৩৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১