হায়েয-নেফাস অবস্থায় নেইল পালিশ ইত্যাদি ব্যবহার করা

ইসলামী জিন্দেগীপবিত্রতা২৪ ফেব, ২১

প্রশ্ন

হায়েয-নেফাসের সময় নখ পালিশ, আলতা, ঠোঁট পালিশ, লিপিষ্টিক ইত্যাদি লাগানো জায়িয কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হায়েয অবস্থায় যেহেতু উযু ও নামাযের প্রয়োজন পড়ে না, তাই ঐ সময় নখ পালিশ লাগানো জায়িয হবে। কিন্তু পাক হওয়ার পর উযু বা গোসল করার সময় তা তুলে ফেলতে হবে। কারণ সাধারণত আমাদের দেশে প্রচলিত নখ পালিশ ব্যবহারে নখের ভিতর পানি প্রবেশ করে না বিধায় উযু-নামায কোনটাই সহীহ হয় না।

স্মরণ রাখা দরকার যে, নখ পালিশ, ঠোঁট পালিশ, লিপিষ্টিক ইত্যাদির ব্যবহারে যদিও সাময়িক সৌন্দর্য অর্জিত হয়, এগুলো স্থায়ীভাবে ব্যবহার করা ত্বকের জন্যও ক্ষতিকর। তাই এগুলো ব্যবহারে অভ্যস্ত না হওয়া ভাল ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আপকে মাসায়েল আওর উনকা হল, খন্ড: , পৃষ্ঠা: ৭০
  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১