সালাতুত তাসবীহ পড়ার হুকুম

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

সালাতুত তাসবীহ পড়া কি? জীবনে একবারও না পড়লে, গুণাহগার হতে হবে কি? উক্ত নামাযের জামা‘আত কায়িম করা যাবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সালাতুত তাসবীহ নফল নামায। ফরয বা ওয়াজিব নয়। তা জীবনে একবারও না পড়লে গুণাহগার হবে না। তবে সে ব্যক্তি একটি বিরাট ফযীলত ও সাওয়াবের কাজ থেকে বঞ্চিত রইল। ডাকাডাকি করে অথবা চার জন বা চার জনের বেশী লোক নিয়ে সালাতুত তাসবীহ বা অন্য কোন নফল নামাযের জামা‘আত করা হানাফী মাযহাব অনুযায়ী মাকরূহ হবে। তবে রাত্রে একজন উচ্চৈঃস্বরে নফল নামাযের কিরা‘আত পড়লে ২/১ জন ‍নিজস্ব ভাবে তার সাথে শরীক হয়ে নামায পড়তে পারে। সে ক্ষেতে মাকরূহ হবে না। আর সালাতুত তাসবীহ নিতান্তই ব্যক্তিগতভাবে পড়ার নামায। জামা‘আতে এ নামায পড়তে গেলে তাসবীহের হিসাব গোলমাল হয়ে যাওয়া স্বাভাবিক।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বেহেশতী যেওর, খন্ড: , পৃষ্ঠা: ৩০
  • মিশকাত শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ১১৭
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩১৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১