রোযা অবস্থায় সন্তানকে দুগ্ধ পান করানো

ইসলামী জিন্দেগীরোজা২২ ফেব, ২১

প্রশ্ন

কোন মহিলা যদি রোযা অবস্থায় তার সন্তানকে দুগ্ধ পান করায়, তাহলে এতে তার রোযার কোন ক্ষতি হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন মহিলা যদি রোযা অবস্থায় সন্তানকে দুগ্ধ পান করায় তাহলে এতে রোযার কোন ক্ষতি হবে না। কেননা, শরীর থেকে কোন কিছু বের হলে রোযা ভঙ্গ হয় না। কারন, পানাহার ও স্ত্রী সহবাস বর্জন করার নাম হচ্ছে রোযা। সুতরাং রোযা অবস্থায় স্বাভাবিক রাস্তা দিয়ে কোন কিছু পেটে অথবা মস্তিষ্কে প্রবেশ করলেই কেবল রোযা ভঙ্গ হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৭১
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪০৮
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪১০
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪১৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১