কোন মহিলা যদি রোযা অবস্থায় তার সন্তানকে দুগ্ধ পান করায়, তাহলে এতে তার রোযার কোন ক্ষতি হবে কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কোন মহিলা যদি রোযা অবস্থায় সন্তানকে দুগ্ধ পান করায় তাহলে এতে রোযার কোন ক্ষতি হবে না। কেননা, শরীর থেকে কোন কিছু বের হলে রোযা ভঙ্গ হয় না। কারন, পানাহার ও স্ত্রী সহবাস বর্জন করার নাম হচ্ছে রোযা। সুতরাং রোযা অবস্থায় স্বাভাবিক রাস্তা দিয়ে কোন কিছু পেটে অথবা মস্তিষ্কে প্রবেশ করলেই কেবল রোযা ভঙ্গ হবে।
- والله اعلم باالصواب -