রোজা অবস্থায় কানে পানি প্রবেশের হুকুম

মাসিক আল কাউসাররোজা২৭ ফেব, ২১

প্রশ্ন

রোযা রাখা অবস্থায় গোসল করতে গিয়ে আমার কানে পানি ঢুকে গেছে। এতে আমার রোযার কোনো সমস্যা হয়েছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রোযা অবস্থায় কানের ভেতর পানি গেলে রোযার ক্ষতি হয় না। তাই আপনার ঐ রোযা আদায় হয়ে গেছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৭
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৭৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১