রোজা অবস্থায় রক্ত দেওয়া

মাসিক আল কাউসাররোজা৫ এপ্রিল, ২১

প্রশ্ন

এক ব্যক্তি রমযান মাসে রোযা অবস্থায় ভাইকে রক্ত দিয়েছে। এতে কি তার রোযা ভেঙ্গে গেছে বা কোনো ক্ষতি হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রোযা অবস্থায় রক্ত দিলে রোযা নষ্ট হয় না। কারণ শরীর থেকে রক্ত বের হওয়া রোযা ভঙ্গের কারণ নয়। হযরত আবদুল্লাহ ইবনে আববাস e বলেন, রাসূলুল্লাহ c রোযা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। সুতরাং রোযা অবস্থায় প্রয়োজনে রক্ত দেওয়া যাবে। তবে রক্ত দেওয়ার কারণে কারো যদি এত দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা হয় যে, সে রোযা পূর্ণ করতে পারবে না। তাহলে তার জন্য রক্ত দেওয়া মাকরূহ হবে। তাই এ ধরনের ব্যক্তি অতীব প্রয়োজন ছাড়া দিনের বেলা রক্ত দিবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ২৬০
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৬
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৫৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৭৩
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৯
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৯৯
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১