রোযা অবস্থায় ইনজেকশন নেওয়া বা নিম, পেষ্ট দিয়ে দাঁত মাজা

ইসলামী জিন্দেগীরোজা২২ ফেব, ২১

প্রশ্ন

(ক) রোযা অবস্থায় ইনজেকশন নিলে রোযার কোন ক্ষতি হবে কি-না?

(খ) টুথপেষ্ট বা নিমের ডাল দিয়ে মিসওয়াক করার হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

(ক) রোযা অবস্থায় যে কোন ধরনের ইনজেকশন নেয়া জায়িয আছে। তাতে রোযার কোন ক্ষতি হবে না।

(খ) রোযা অবস্থায় টুথপেষ্ট বা নিমের মাজন দ্বারা মিসওয়াক করা নিষেধ ও মাকরূহ হবে। তবে গাছের ডাল দিয়ে মিসওয়াক করা যায়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়িউস সানায়ি, খন্ড: , পৃষ্ঠা: ৯৩
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১০৬
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪০৮
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১