(ক) রোযা অবস্থায় ইনজেকশন নিলে রোযার কোন ক্ষতি হবে কি-না?
(খ) টুথপেষ্ট বা নিমের ডাল দিয়ে মিসওয়াক করার হুকুম কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
(ক) রোযা অবস্থায় যে কোন ধরনের ইনজেকশন নেয়া জায়িয আছে। তাতে রোযার কোন ক্ষতি হবে না।
(খ) রোযা অবস্থায় টুথপেষ্ট বা নিমের মাজন দ্বারা মিসওয়াক করা নিষেধ ও মাকরূহ হবে। তবে গাছের ডাল দিয়ে মিসওয়াক করা যায়।
- والله اعلم باالصواب -