রোযার কাফফারা

ইসলামী জিন্দেগীরোজা২০ ফেব, ২১

প্রশ্ন

রোযার যে তিন রকমের কাফফারা অর্থাৎ, গোলাম আযাদ করা, ষাট দিন বিরতিহীনভাবে রোযা রাখা বা ষাটজন মিসকীনকে খাবার খাওয়ানোর কথা কিতাবে উল্লেখিত আছে, এ তিনটির মধ্যে হতে কোনটি উত্তম?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উপরোক্ত তিন রকমের কাফফারা প্রত্যেকটি পর্যায়ক্রমে ওয়াজিব হয়। অর্থাৎ প্রথমতঃ গোলাম আযাদ করা। এটা যদি সম্ভভ না হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ে ওয়াজিব হচ্ছে-দুই মাস বিরতিহীনভাবে রোযা রাখা। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে তৃতীয় পর্যায় ষাটজন মিসকীনকে দু’বেলা পেট ভরে আহার করানো।

সুতরাং কেঊ যদি গোলাম আযাদ করতে সক্ষম হয়, তাহলে দুই মাস রোযা রাখার দ্বারা তার কাফফারা আদায় হবে না। তেমনিভাবে কেউ যদি দুই মাস রোযা রাখতে সক্ষম হয় তাহলে তার জন্য ষাটজন মিসকীনকে আহার করানোর দ্বারা কাফফারা আদায় হবে না।

বর্তমানে গোলামের প্রথা চালু না থাকায় গোলাম আযাদ করার মাধ্যমে কাফফারা আদায় করা সম্ভব নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩১২
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৭
  • সূরা: মুজাদালাহ, আয়াত:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ ফেব, ২১