মেয়েরা নামাযে জোরে কুরআন পড়া প্রসঙ্গে

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

মেয়েরা ঘরের নিভৃতে যেখানে কোন গাইরে মাহরাম পুরুষ পৌঁছতে পারে না, সেখানে রাতে নফল নামাযে কিরা‘আতে গুণগণ আওয়াজে পড়তে পারবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এতটুকু গুণগুণ করে যদি পড়ে যে, শুধু তার কানে আওয়াজ পৌঁছে বা এক দেড় হাত দূর পর্যন্ত আওয়াজ যায় তাহলে তা জায়িয আছে। এর চেয়ে বেশী জোরে আওয়াজে যদি হয় যাতে ২/৩ হাত দূরের লোকেরা পড়ার আওয়াজ বুঝতে পারে তাহলে নামায ফাসিদ হয়ে যাবে। কেননা, মেয়েরা ফরজ, নফল সব ধরনের নামাযে কিরা‘আত আস্তে পড়বে। আর আস্তে কিরা‘আত পড়ার পরিমাণ হল- সে নিজ কানে শুনবে। পার্শ্ববর্তী কেউ থাকলে সেও শুনতে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাআরিফুস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৪৪২
  • আদদুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৮
  • দারুর উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২১৯
  • আহকামুল কুরআন(থানভী), খন্ড: , পৃষ্ঠা: ৪৩৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১