তারাবীহ নামাযে কুরআন শরিফ দেখে পড়া, ৪ রাকা‘আত পরপর প্রচলিত দু‘আ পড়া

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

তারাবীহ নামাযের মধ্যে ইমাম সাহেব যদি কুরআন শরিফ দেখে পড়েন, আর মুক্তাদীরা যদি নামাযের মধ্যে কুরআন খুলে ইমামের অনুসরন করেন, তাহলে তাদের নামায সহীহ হবে কিনা?

তারাবীহের ২ রাকা‘আত ও ৪ রাকা‘আত শেষে সাধারনভাবে বাংলাদেশে যে দু‘আ পড়া হয়ে থাকে সৌদিতে ঐ ধরনের দু‘আ পরা হয় না। এর জন্য কোন ক্ষতি আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের মধ্যে ইমাম বা কেউ কুরআন শরীফ দেখে দেখে পড়লে অথবা মুক্তাদী দেখে দেখে ইমামের পরা অনুসরন করলে, (হানাফী মাযহাব অনুযায়ী) নামায ফাসিদ হয়ে যাবে। তারাবীহ নামাযে প্রতি চার রাকা‘আত পর কিছুক্ষন বিরতি দেয়ার যে নির্দেশ এসেছে , সেই সময় কেউ দুয়া পড়লে পড়তে পারে। আর কেউ চুপ করে বসে থাকলে থাকতে পারে।

আর প্রচলিত দু ‘আ যেমন পড়া যায় তেমনি অন্য কোন দু‘আ বা দরুদও পড়তে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৬২৪
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১