লোকমুখে শোনা যায় যে, যারা কোনদিন দাড়িতে ক্ষুর লাগায়নি, তারা নাকি বেহেশ্তের মধ্যে লাইলী-মজনুর বিবাহের বরযাত্রী হবে। একথাটা কি সত্য?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এ কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অবান্তর। এটা মনগড়া কথা। কুরআন-হাদীসে এমন কোন কথা নেই। তবে যারা কোন দিন দাড়ি কটেনি, তারা বড় ভাগ্যবান। আল্লাহ তা‘আলা শুরু যিন্দেগী থেকেই দীনদারী গ্রহণকারী এ ধরনের পরহেযগার ব্যক্তিদের জন্য হাশরের ময়দানে আরশের ছায়ার ব্যবস্থা করবেন।
- والله اعلم باالصواب -