বা‘দাল জুম‘আ চার রাকা‘আত নামায পড়া

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

জুম‘আর ফরযের পর চার রাকা‘আত নামায সুন্নাতে মুআক্কাদা কি-না? তেমনিভাবে এ সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলে জুম‘আর নামাযের কোন ক্ষতি হবে কি-না? সুন্নাতে মুআক্কাদা পরিত্যগকারীদের ব্যাপারে ইমাম সাহেবের করণীয় কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুম‘আর ফরযের পর চার রাকা‘আত নামায সুন্নাতে মুআক্কাদা। তারপরে নির্ভরযোগ্য মত হিসাবে আরও দু’রাকা‘আত ওয়াক্তিয়া সুন্নাত পড়া কর্তব্য। উল্লেখ্য যে, সুন্নাতে মুআক্কাদা তরক করলে জুম‘আর নামায হয়ে যাবে; তবে সুন্নাতে মুআক্কাদা তরক করার জন্য পৃথক গুনাহ হবে। মুসল্লীরা যেন বা‘দাল জুম‘আর সুন্নাত যথাযথভাবে আদায় করেন এ ব্যাপারে ইমাম ও অন্যান্য মুসল্লীদের যথেষ্ট দায়িত্ব রয়েছে। তাঁরা এ শ্রেণীর মুসল্লীগণকে বুঝিয়ে সুন্নাত পড়ার প্রতি উদ্ধুদ্ধ করতে পারেন এবং প্রয়োজনে ক্ষমতাও প্রয়োগ করতে পারেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ-দুররল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১২
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১২
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৮৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১