বা‘দাল জুম‘আ ছয় রাকা‘আত না চার রাকা‘আত

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

জুম‘আর ফরযের পর সুন্নাতে মুআক্কাদাহ নামায ৪ রাকা‘আত নাকি ৬ রাকা‘আত পড়তে হবে? আর তা পড়ার নিয়ম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুম‘আর নামাযের সুন্নাতে বা’দিয়া অর্থাৎ ফরযের পরবর্তী সুন্নত সম্বন্ধে হানাফী উলামাদের মধ্যে মতভেদ আছে। ইমাম আবূ হানীফা i ৪ রাকা‘আত এবং সাহেবাইন ৬ রাকা‘আত বলেছেন। দু’টি কারণে ৬ রাকা‘আত প্রাধান্য দেয়া হয় প্রথমতঃ ৬ রাকা‘আত পড়লে, ৪রাকা‘আত পড়া হয়ে যায়। কিন্তু ৪ রাকা‘আত পড়লে ৬ রাকা‘আত পড়া হয় না। অতএব, ৬ রাকা‘আতের উপর আমল করলে, উভয় ক্বওলের উপর আমল হয় এবং মতভেদ থেকে বাঁচা যায়।

দ্বিতীয়তঃ ফিকাহ এর উসূল এই যে, ইবাদতের মধ্যে সর্বদাই আবূ হানীফা i এর ক্বওলের উপর আমল করতে হয়। কিন্তু যদি আবূ হানীফা i এর ক্বওল অন্য মাযহাবের মুজতাহিদদের ক্বওলের সাথে মিলে যায়, তবে সাহেবাইনের ক্বওলের উপর আমল করা হয়। আর এই ক্ষেত্রে ইমাম আবূ হানীফা i -এর ক্বওল ইমাম শাফেয়ী i এর একটি ক্বওলের সাথে মিলে যায়। অতএব, সাহেবাইনের ক্বওলের উপর আমল করা বাঞ্ছনীয়। এই ৬ (ছয়) রাকা‘আত পড়ার তারতীব হল-প্রথমে ৪ রাকা‘আত ও পরে দু’রাকা‘আত পড়বে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • দরসে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ২৯
  • আল-বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ৪৯
  • আযীযুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪০
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ১৩৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১