সালাম ফিরানোর পর রাকা‘আত বা কুনূতের ব্যপারে সন্দেহ হলে

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

সালাম ফিরানোর পরে যদি সন্দেহ হয়, কত রাকা‘আত পড়েছি, এখন কি করতে হবে? যদি মনে হয় চার রাকা‘আতের স্থলে তিন রাকা‘আত পড়েছি। তেমনিভাবে বিতর নামাযে তাশাহ্হুদ, দরূদ ও দে‘আয়ে মাসূরা শেষ করার পর সন্দেহ হল- দু‘আয়ে কুনূত পড়েছি কি-না? তাহলে কি করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সালাম ফিরানোর পরে যদি সন্দেহ হয়-কত রাকা‘আত পড়েছি, তাহলে শরী‘আতের বিধান হল- তাহাররী করবে। অর্থাৎ, মনের সাথে বুঝাপড়া করে বাস্তব উদঘাটন করতে চেষ্টা করবে। তারপর যেদিকে প্রবল ধারণা হয়, তাকেই প্রাধান্য দিবে। আর যদি উভয় দিক সমান হয়, তাহলে কম রাকা‘আতকে মেনে নিয়ে বাকী নামায সম্পূর্ণ করবে। আর বিতরের নামায শেষ করার পূর্বে যদি সন্দেহ হয় দু‘আয়ে কুনূত পড়েছি কি-না, তাহলে সিজদায়ে সাহু করে নিবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা: ৩৬৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১