ফরয নামায আদায়ের পর কয়েক মিনিট পাখা দ্বারা বাতাস করে এরপর সুন্নাত নফল আদায় করায় কোন ক্ষতি আছে কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ফরয নামায আদায়ের পর সেই নামাযের ওয়াক্তের মধ্যে যখন মন চায়, তখনই সুন্নাত-নফল আদায় করা যায়। এতে ফরয নামাযের কোনরুপ ক্ষতি হবে না; আর তা নষ্ট হওয়ার তো কোন প্রশ্নই আসে না। তবে উজর ব্যতীত ওয়াক্তী সুন্নাত নামায আদায় অযথা বিলম্ব করা অনুচিত, যথাসম্ভব বিলম্ব না করে ফরযের সাথে সাথেই তা আদায় করা উত্তম।
উল্লেখ্য যে, ৩/৪ মিনিট বিলম্বে সুন্নাত আদায় করায় তা নষ্ট হয়ে যাবে, এরুপ কথা সম্পূর্ণ ভিত্তিহীন। তাছাড়া শরী‘আতের মাসআলা-মাসায়িল সম্পর্কে যাদের সঠিক জ্ঞান নেই, তাদের জন্য ফাতওয়া প্রদান করা জায়িয নয়।
- والله اعلم باالصواب -