হজ্জের ফরয, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব

ইসলামী জিন্দেগীহজ্জ২২ ফেব, ২১

প্রশ্ন

হজ্জের ফরয, ওয়াজিব, সুন্নাত, নফল ও মুস্তাহাব সম্বন্ধ্যে বিস্তারিত জানতে চাই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হজ্জের ফরয তিনটিঃ

(১) মীক্বাত হতে ইহরাম বাধা।

(২) ৯ই যিলহজ্জ তারিখ যুহরের পর হতে ১০ই যিলহজ্জের সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত ওকূফে আরাফা তথা আরাফার প্রান্তরে অবস্থান।

(৩) ১০, ১১ বা ১২ যিলহজ্জ তারিখ সূর্যাস্তের পূর্বে কা’বা শরীফের তাওয়াফে যিয়ারত করা।

হজ্জের ওয়াজিব ৫টিঃ

(১) ৯ই যিলহজ্জ তারিখে সূর্যাস্তের পর থেকে পরবর্তী বাদ ফজর সূর্যোদয়ের পূর্বে পর্যন্ত সময়ের মধ্যে মুযদালিফার প্রান্তরে অবস্থান করা

(২) সাফা-মারওয়া পাহাড় দু’টির মাঝখানে সাঈ করা।

(৩) মিনাতে রমী করা অর্থাৎ শয়তানের উদ্দেশ্য কংকর মারা

(৪) ইহরাম খোলার জন্য মাথা মুণ্ডানো বা ছাটানো।

(৫) বিদায় তওয়াফ করা (মীক্বাতের বাহিরের বাসিন্দাদের জন্য)

হজ্জের সুন্নাত ও মুস্তাহাব দশটিঃ

(১) তওয়াফে কুদূম করা( হজ্জে ইফরাদ বা হজ্জে কিরানের জন্য)।

(২) তওয়াফে কুদূমের প্রথম তিন চক্করে রমল করা। আর তওয়াফে কুদূমে রমল না করে থাকলে তাওয়াফে যিয়ারতে রমল করা।

(৩) ৮ই যিলহজ্জ মক্কা হতে মিনায় গিয়ে যুহর, আসর, মাগরিব, ইশা ও ফজর এ পাঁচ ওয়াক্ত নামায পড়া এবং রাতে মিনার অবস্থান করা।

(৪) ৯ই যিলহজ্জ সূর্যোদয়ের পর মিনা হতে আরাফার ময়দানের দিকে রওয়ানা হওয়া।

(৫) ওকূফে আরাফার পর তথা হতে সূর্যোস্তের পর মুযদালিফার দিকে রওয়ানা হওয়া।

(৬) ৯ই যিলহজ্জ দিবাগত রাত্রে মুযদালিফায় থাকা।

(৭) ওকূফে আরাফার জন্যে সেদিন যুহরের পূর্বে গোসল করা।

(৮) ১০, ১১ও ১২ই যিলহজ্জ দিবাগত রাত্রগুলোতে মিনায় থাকা।

(৯) মিনা হতে বিদায় হয়ে মক্কায় ফিরার পথে মুহাসসাব নামক স্থানে কিছু সময় অবস্থান করা।

(১০) ইমামের জন্যে তিন স্থানে খুৎবা দেয়া। ৭ই যিলহজ্জ মক্কা শরীফে, ৯ই যিলহজ্জ আরাফায় ও ১১ই যিলহজ্জ মিনায়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ২১৯
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১