ফজরের আযানের পর সুন্নাত পড়ার পূর্বে দুখূলুল মসজিদ বা অন্য কোন নফল নামায পড়া যাবে কিনা?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সুবহে সাদিক হওয়ার পর ফজরের সুন্নাত ব্যতীত অন্য কোন নফল ও সুন্নাত পড়া মাকরূহ। সুতরাং দুখূলুল মসজিদ বা তাহিয়্যাতুল মসজিদ ইত্যাদি নফল নামায পড়াও জায়িয হবে না।
তবে উক্ত সময় মসজিদে বসে যিকির-আযকার, তাসবীহ তাহলীল ও কুরআন তিলাওয়াত ইত্যাদি ইবাদত আদায় করার দ্বারাও দুখূলুল মাসজিদ নামায আদায় করার সাওয়াব পাওয়া যায়।
- والله اعلم باالصواب -