ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুপাতে সাহরীর সময় শেষ হতেই ফজরের আজান দেওয়া

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসরোজা৬ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আজকের সেহরির শেষ সময় ০৪ঃ০৮ মিনিটে আর আযানের সময় ০৪ঃ১৩ মিনিটে । মুয়াজ্জিন সাহেব সেহরীর সময় শেষ হওয়ার সাথে সাথে আযান দিয়েছে অর্থাৎ ০৪ঃ০৮ মিনিটে । আর মুসল্লীরা ০৪ঃ১১ এর সময় সুন্নত নামাজ শুরু করেছে । এখন আমার প্রশ্ন হল উক্ত সময়ে আযান দেওয়া কি সহিহ হয়েছে । এবং মুসল্লীরা যে সুন্নাত পড়েছে সে সুন্নত নামাজ কি হয়েছে ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রথমে জেনে নিতে হবে যে, সময় হবার আগে আজান দিলে বা সুন্নত পড়লে তা শুদ্ধ হয় না। দ্বিতীয় বিষয় হল, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সাহরীর শেষ সময় ও ফজরের সময় সংক্রান্ত বিষয়। এ বিষয়ে বুঝতে হলে আমরা ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সাহরী ও ইফতারের সময়সূচীর ক্যালেন্ডারের বক্তব্যটি আগে দেখে নেয়া দরকার। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সাহরী ও ইফতারীর সময়সূচীর ক্যালেন্ডারের নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে যে, “সাহরীর শেষ সময় সতর্কতামূলকভাবে সুব্হি সাদিকের ৩ মিনিট পূর্বে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরু সুব্হি সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। অতএব, সাহরীর সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আযান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে”। সুতরাং বুঝা গেল যে, ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ক্যালেন্ডার অনুপাতে সাহরীর শেষ সময় মানেই সুবহে সাদিক বা ফজরের সময় শুরু হওয়া নয়। বরং আরো তিন মিনিট পর ফজরের সময় শুরু হয়। যেমন প্রশ্নোক্ত বক্তব্য অনুপাতে যদিও ক্যালেন্ডারে লেখা যে, ৪টা ৮ মিনিটে সাহরীর শেষ সময় বা সুবহে সাদিক। কিন্তু আসলে সাহরীর শেষ সময় বা সুবহে সাদিক হল ৪টা ১১ মিনিটে। সতর্কতাস্বরূপ ক্যালেন্ডারে ৪টা ৮ লেখা হয়েছে। বিষয়টি ক্যালেন্ডারের নিচে কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়ে তাদের যথার্থ দায়িত্ব পালন করেছেন। সুতরাং ৪টা ৮ মিনিটে ফজরের আজান দিলে সময় হবার আগেই আজান হয়ে যাচ্ছে। তাই আজানটি পুনরায় দেয়া আবশ্যক। আর ৪টা ১১ মিনিটে যারা সুন্নত পড়েছেন, তারা ফজরের সময় হবার পরই সুন্নত শুরু করেছেন। সুতরাং তাদের সুন্নতটি আদায় হয়ে যাবে। পুনরায় পড়তে হবে না। কারণ, যদিও ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুপাতে তখনো ফজরের সময় হয়নি, কিন্তু তারা নিচে উদ্ধৃত করে দিয়েছেন যে, আসলে ফজরের সময় হয়ে গেছে। কর্তৃপক্ষ সতর্কতা হিসেবে সময়কে বাড়িয়ে দিয়ে লিখেছেন। সারকথা হল, আজান শুদ্ধ হয়নি, সময়ের আগে দেবার কারণে। তবে সুন্নত শুদ্ধ হয়েছে সময়মত হবার কারণে। عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ بِلَالًا أَذَّنَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَرْجِعَ হযরত ইবনে উমর e থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় হযরত বেলাল e একদা ফজরের সময় হবার আগেই আজান দিলেন। তখন নবীজী c তাকে পুনরায় আজান দিতে আদেশ করলেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • المبسوط للسرخسى, খন্ড: , পৃষ্ঠা: ১৩৪
  • সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৫৩২
  • তাহাবী শরীফ, হাদীস নং: ৮৬৪
  • সুনানে দারাকুতনী, হাদীস নং: ৯৫৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৬ এপ্রিল, ২১