পূর্ব-পশ্চিম লম্বিত ভাবে কবর পাকা করা

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

মৌলভী বাজার জেলার, কুলাউড়া থানাধীন ১নং বরমকালি ইউনিয়নের শাহখালা i এর মোকামের খাদেম “রাজাশাহ” স্বপ্নে দেখেছেন, গুজাশাহ নামে জনৈক মৃত ব্যক্তি উনাকে, ঘুমের মাঝে বলছেন যে, “তুমি আমার কবরটি পূর্ব পশ্চিমে লম্বিতভাবে পাকা কর। বর্তমানে ঐ খাদেম কবরের বুকের উপর তিনটি সিঁড়ি দিয়ে পূর্ব-পশ্চিমে লম্বালম্বিভাবে একটি পাকা মাজার রচনা করেছেন। বাংলাদেশীদের পক্ষে পূর্ব-পশ্চিমে লম্বা করে কবর করার বৈধতা আমাদের শরী‘আতে আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কিবলার দিকে বুক ও মুখ করে ডান কাতে মৃতকে রাখা মুসলমানদের ধর্মীয় রীতি, যা শরী‘আত কর্তৃক নির্দেশিত। বাংলাদেশে কিবলা যেহেতু পশ্চিম দিকে, তাই মৃতকে কিবলামুখী করতে হলে তার জন্য জরুরী হল- কবর উত্তর-দক্ষিণ দিকে লম্বা করা। সুতরাং কেউ যদি পূর্ব-পশ্চিমে লম্বা করে কবর দেয়, তাহলে তা শরী‘আত পরিপন্থি এবং মহানবীর c এর বিরুদ্ধাচারণ বলে গণ্য হবে। এটা তার গুমরাহ ও পথভ্রষ্ট হওয়ার নিদর্শন। তাছাড়া কবর পাকা করাও শরী‘আতে নিষেধ। মুসলিম সমাজে এরূপ নিকৃষ্ট কাজে সাধ্যানুযায়ী বাধা প্রদান ও প্রতিহত করতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭১২
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১