কোন আলেম বা পীর-মাশায়িখ নবুওয়াত বা রিসালাতের মর্যাদার উন্নীত হতে পারে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নবী বা রাসূল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানী। আল্লাহ তা‘আলা যাকে ইচ্ছা করেন, তিনিই এ মর্যাদা লাভ করেন। কেউ চেষ্টা-তদবীর করে এ মর্যাদায় উন্নীত হতে পারে না। সুতরাং আলেম বা পীর-মাশায়িখ যত বড়ই ওলী হোক না কেন, তারা কখনও নবুওয়াত বা রিসালাতের মর্যাদায় উন্নীত হতে পারে না। এমনকি আদনা সাহাবীর মর্যাদায়ও উন্নীত হতে পারেন না।
উল্লেখ্য যে, নবুওয়াতের সিলসিলা হযরত মুহাম্মদ c পর্যন্ত শেষ হয়ে গেছে। তারপর আর কোন নতুন নবী আসবেন না। হযরত ঈসা D আখেরী নবীর একজন উম্মত হিসেবে কিয়ামতের পূর্বে দুনিয়াতে তাশরীফ আনবেন। নতুন নবী হিসেবে নয়।
- والله اعلم باالصواب -