পীর-ওলীদের, সন্তান দেয়া প্রসঙ্গ

ইসলামী জিন্দেগীআকীদা২৩ ফেব, ২১

প্রশ্ন

কোন পীর-ওলী কাউকে সন্তান দিতে পারে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সন্তান দেয়া, ধনী বানানো ও বিপদ থেকে উদ্ধার করা ইত্যাদি আল্লাহর কাজ। এটা আল্লাহর জন্য খাস। কোন নবী–রাসূলের হাতে পযর্ন্ত এ ধরনের ক্ষমতা দেয়া হয়নি। সুতরাং কোন পীর-ওলী সন্তান দিতে পারে কি-না এ প্রশ্নই উঠতে পারে না। এরূপ বিশ্বাস রাখা সম্পূর্ণ শিরকী হবে। যদি কেউ এরূপ দাবী করে যে, সে ব্যক্তি সন্তান দিতে পারে, তাহলে সে দাজ্জাল প্রমাণিত হবে। কারণ- হাদীসে এসেছে যে, কিয়ামতের পূর্বে আসল দাজ্জাল যাহির হওয়ার পূর্বে তার ময়দান তৈরীর জন্য অনেক দাজ্জালের আর্বিভাব ঘটবে। তারা যত বড় আশ্চর্য জিনিস দেখাক না কেন, তাদের ভক্ত হওয়া যাবে না এবং তাদের দরবারে যাওয়া যাবে না। তবে কোন বুজুর্গ কারো সন্তান হওয়ার জন্য আল্লাহর নিকট দূআ করতে পারেন। তেমনিভাবে কোন পারদর্শী ডাক্তার চিকিৎসা করতে পারেন। তাতে আল্লাহ চান তো কোন ব্যক্তির সন্তান হতে পারে। সন্তান লাভ হলে বুঝতে হবে সেটা আল্লাহই দিয়েছেন। ঐ বুজুর্গ বা ডাক্তারের সন্তান দেয়ার কোন ক্ষমতা নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শুরা, পৃষ্ঠা: ৪৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১