আমার বাড়ী চর এলাকায়। আমাদের এলাকায় আমরা জুম‘আর নামায পড়ে থাকি। গত বৎসর বন্যার কারণে আমাদের এলাকার প্রায় সব কয়টি মসজিদে জুম‘আর নামায পড়া বন্ধ হয়ে যায়। এ অবস্থায় আমাদের এলাকার কোন এক জুম‘আর মসজিদের সাধারণ ইমাম ও মুসুল্লীগণ মসজিদের সাথে ট্রলার বেধে ট্রলারে জুম‘আর নামায আদায় করে নেয়। এ অবস্থায় তাদের নামায হয়েছে কি-না।
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আপনাদের এলাকায় যদি জুম‘আর নামায সহীহ হওয়ার শর্তাবলী পাওয়া যায়, তাহলে সে ক্ষেত্রে মসজিদে বন্যার পানি উঠার কারণে তার সাথে ট্রলার বেঁধে উহার উপর জুম‘আর নামায আদায় করা সহীহ হবে।
- والله اعلم باالصواب -