বে-নামাযীর জুম‘আর নামায

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

যদি কোন ব্যক্তি জুম‘আর নামায ব্যতীত অন্য কোন নামায না পড়ে, তাহলে তার জুম‘আর নামায সহীহ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, এমন ব্যক্তির জুম‘আর নামায আদায় হয়ে যাবে। তবে অন্যান্য ফরয নামাযসমূহ না পড়ায় মারাত্মক গুনাহ হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়াহ, খন্ড: , পৃষ্ঠা: ১৩৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১