নাবালিগ ছেলেমেয়েদের নিয়ে জামা’আত পড়লে জামা‘আত সহীহ্ হবে কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জুম‘আর নামায ব্যতীত অন্য নামাযে শুধু নাবালেগকে নিয়ে জামা‘আত করলে সহীহ হবে এবং জামা‘আতের ফযীলতও পাওয়া যাবে।
- والله اعلم باالصواب -
ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১