নফল নামায জামা‘আতে পড়া

ইসলামী জিন্দেগীনামায২০ ফেব, ২১

প্রশ্ন

নফল নামায কি জামা‘আতে পড়া যায়, যেমন শবে কদর, শবে বরাত ইত্যাদির নামায?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে কোন নফল নামায জামা‘আতের সাথে পড়া মাকরূহে তাহরীমী। নফল নামায জামা‘আতে পড়ার প্রমাণ কোন যুগেই পাওয়া যায় না। তবে কেবল মাত্র তারাবীহের নামায, নামাযে ইস্তিকা ও নামাযে কুসূফ জামা‘আতে পড়ার শরী‘আতে বিধান রয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৯
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৭
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪০৯
  • الدر المختار, খন্ড: , পৃষ্ঠা: ৪৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ ফেব, ২১