আমাদের মসজিদ কমপ্লেক্সে একটি নূরানী মকতব আছে। মাঝে মাঝে মুয়াযযিন সাহেব না থাকলে মকতবের ছেলেরা আযান দেয়। যাদের বয়স আট থেকে দশ বছর। এসকল নাবালেগ ছেলেরা আযান দিলে কোনো অসুবিধা আছে কি না- জানানোর অনুরোধ রইল।
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মুত্তাকী বালেগ ব্যক্তির আযান দেওয়াই উত্তম। তবে নাবালেগ বুঝমান ছেলে আযান দিলে তা আদায় হয়ে যাবে।
- والله اعلم باالصواب -