আযানের জবাব দেওয়া

মাসিক আল কাউসারবিবিধ১ মার্চ, ২১

প্রশ্ন

ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। দু’এক মসজিদে ফজরের আযান হয়েছে এবং ১০-১৫ মিনিট এ আযান বিভিন্ন মসজিদে চলছে। এ অবস্থায় নামাযের প্রস্তুতি নিব এবং জরুরত সারব না আযানের জবাব দিব? উল্লেখ্য, আযানের জবাব দিয়ে এসব করতে গেলে জামাত না পাওয়ার সম্ভাবনা থাকে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আযানের জবাব দেওয়া মুস্তাহাব। যে কোনো মসজিদের আযানের জবাব দিলেই মুস্তাহাব আদায় হয়ে যায়। তবে একই জায়গায় একাধিক মসজিদের আযান শুনা গেলে, প্রথম আযানের উত্তর দিবেন। পরবর্তী আযানগুলোর উত্তর দেওয়া লাগবে না। এমনকি সেটা নিজ মহল্লার মসজিদের আযান হলেও তার উত্তর দেওয়া লাগবে না। আর যদি সব কটি আযান এক সঙ্গে শুরু হয় তাহলে নিজ মহল্লার মসজিদের আযানের উত্তর দিবেন। ইস্তিনজার প্রয়োজন হলে আযানের জবাবের অপেক্ষা না করেও প্রয়োজন পুরা করতে পারবেন। আযানের জবাবের জন্য ইস্তিঞ্জায় যেতে বিলম্ব করার দরকার নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৫৩
  • শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ৩৭৯
  • হাশিয়া তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ১১০
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১