আযান না দিয়ে জামাতে নামাজ আদায়

মাসিক আল কাউসারনামায২৭ ফেব, ২১

প্রশ্ন

মাঝেমধ্যে বৃষ্টির কারণে আমাদের অফিসেই জামাতের সাথে নামায আদায় করতে হয়। জানার বিষয় হল, আযান না দিয়ে অফিসে জামাতের সাথে নামায আদায় করা সহীহ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বাসা বা অফিসে জামাতের জন্য মহল্লার মসজিদের আযানই যথেষ্ট। তাই অফিসে আযান না দিয়েও জামাতে নামায পড়া যাবে। অবশ্য এক্ষেত্রেও আযান দেওয়া মুস্তাহাব।

উল্লেখ্য, ছাতার ব্যবস্থা থাকলে সাধারণ বৃষ্টির কারণে মসজিদের জামাত ত্যাগ করা উচিত নয়। কেবল প্রবল বর্ষণের ক্ষেত্রেই মসজিদের জামাতে উপস্থিত না হওয়ার অনুমতি রয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৯
  • মাবসূত, সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ১৩৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৬৫
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১