দ্বিতীয় সিজদাহ্ আদায় না করলে

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ইমাম সাহেব ফরজ নামাযের কোন রাকা‘আতে দ্বিতীয় ‍সিজদাহ্ ভুলে আদায় করেননি। অত:পর সাহু সিজদা দিয়ে নামায শেষ করলেন। এখন তার নামায সহীহ হবে কি-না? তিনি বললেন- দ্বিতীয় সিজদাহ্ করা ওয়াজিব। সঠিক বিধানটি কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের মধ্যে দ্বিতীয় সিজদাও ফরজ। আর কোন ফরজ তরক হয়ে গেলে, নামায নষ্ট হয়ে যায়। তখন সিজদায়ে সাহু দিলেও হবে না, কারণ- সিজদায়ে সাহু দেয়া হয়, ভুলে কোন ওয়াজিব তরক হলে। সুতরাং দ্বিতীয় সিজদা তরক করায় ইমাম সাহেবের নামায নষ্ট হয়ে গেছে। এখন ঐ নামায পুনরায় ইমাম ও সকল মুসল্লীকে দোহরিয়ে পড়তে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৩
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৭০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১