এক বছরের যাকাত পরের বছর আদায় করা

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা২৫ মার্চ, ২১

প্রশ্ন

আমার কাছে নগদ ১ লক্ষ টাকা ২ বছর যাবত আছে। তবে তার যাকাত আদায় করা হয়নি। জানতে চাই, দ্বিতীয় বছর কত টাকার যাকাত আদায় করতে হবে, সাড়ে সাতানব্বই হাজার টাকার, নাকি পুরো ১লক্ষ টাকার?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনি দ্বিতীয় বছরে সাড়ে সাতানব্বই হাজার টাকার যাকাত আদায় করবেন। উল্লেখ্য, ওযর ব্যতীত যাকাত আদায়ে এমন বিলম্ব করা ঠিক নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৮৪
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮৭
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৬০
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২০৪
  • হেদায়া (ফাতহুল কাদীর), খন্ড: ১২, পৃষ্ঠা: ১১৮
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১