তেলোয়াতরত অবস্থায় আযানের উত্তর দিতে হবে কিনা

মাসিক আল কাউসারবিবিধ৫ জানু, ২১

প্রশ্ন

আমি কুরআন মাজীদ হিফজ করেছি। দুপুর ও সন্ধ্যায় নিয়মিত তিলাওয়াত করি। কোনো কোনো সময় তিলওয়াত করা অবস্থায় আযান শুরু হয়। শুনেছি এসময় আযানের জবাব দিতে হয় না।

মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, তিলাওয়াতকালে আযান শুরু হলে কি করা উচিত? তিলাওয়াত চালিয়ে যাওয়া, নাকি আযানের জবাব দেওয়া?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কুরআন মাজীদ তিলাওয়াত করা অবস্থায় আযান শুরু হলে তিলাওয়াত বন্ধ রেখে আযানের জবাব দেওয়া উচিত। আযান শেষে দুআ পড়ে আবার তিলাওয়াত শুরু করবে। অবশ্য এ অবস্থায় তিলাওয়াত অব্যাহত রাখাও জায়েয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৩
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫০
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৫৯
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৭
  • হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকি, পৃষ্ঠা: ১০৯
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ১০২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ জানু, ২১