গোসল ফরজ অবস্থায় মসজিদে ঢুকা ও আযান দেওয়া

ইসলামী জিন্দেগীপবিত্রতা২৪ ফেব, ২১

প্রশ্ন

ফজরের জামা‘আত শুরুর ১৫/২০ মিনিট পূর্বে মুয়াজ্জিন ঘুম থেকে উঠেছে। তার গোসলের প্রয়োজন। মসজিদে ঢুকে মাইকে আযান দিতে হবে। সে কি প্রথমে আযান দিয়ে তারপর গোসল করলে সঠিক হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

গোসল ফরয হলে ঘুম থেকে উঠার পর গোসল করেই মসজিদে প্রবেশ করতে হবে। গোসল ফরয এমন ব্যক্তির জন্য মসজিদে প্রবেশ করা বৈধ নয়। যে কোন দরকারই হোক না কেন। মুয়াজ্জিনের জন্য এ ধরনের অসাবধানতার অবকাশ নেই। ফিকির থাকলে এমনটি হয় না। তারপরেও হলে তারাতাড়ি গোসল সেরে তারপরে আযান দিবে। অথবা ইমাম বা খাদেমকে আযান দিতে বলবে। বিনা গোসলে আযান দেয়া মাকরূহ। ‍যদি বিনা গোসলে আযান দিয়ে দেয় তাহলে পুনরায় আযান দিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৫৪
  • মুসলিম শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ১৪৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১