নামাযে তাকবীরে তাহরীমা বলার সময় অনেকে মাথা ঝুঁকিয়ে হাত বাঁধে। এতে শরী‘আতের দৃষ্টিতে কোন ক্ষতি আছে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তাকবীরে তাহরীমার সময় মাথা সোজা রেখে, চেহারা কিবলার দিকে রেখে, দৃষ্টি জমিনের দিকে রাখা শরী‘আতের নির্দেশ। এর ব্যতিক্রম করে মাথা ঝুঁকিয়ে তাকবীরে তাহরীমা বাঁধাকে ফুকাহায়ে কিরাম বিদ’আত ও নাজায়িয বলেছেন। কারণ, এর দ্বারা চেহারা কিবলার দিকে থাকে না, বরং জমিনের দিকে হয়ে যায়, অথচ চেহারাকে কিবলার দিকে রাখার নির্দেশ এসেছে।
- والله اعلم باالصواب -