তাকবীরে তাহরীমার মুহূর্তে নামাজের নিয়ত না করা

মাসিক আল কাউসারনামায২৭ ফেব, ২১

প্রশ্ন

আমি অযু বা গোসল করে নামাযের প্রস্তুতি নিয়ে কোনো এক নির্দিষ্ট নামাযের উদ্দেশ্যে মুছল্লায় বা মসজিদে যাই। কিন্তু অনেক সময় চিন্তামগ্নতা বশত ঠিক তাকবীরে তাহরীমার মুহূর্তে নতুন করে নিয়ত না করেই নামায শুরু করে দেই এবং নিয়মতান্ত্রিকভাবে নামায শেষ করি। এখন জানতে চাই, আমার এই নামাযের কী হুকুম? অর্থাৎ আগের নিয়তই এই নামাযের জন্য যথেষ্ট হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে নিয়ত ও তাকবীরে তাহরীমার মাঝে নামায পরিপন্থী কোনো কাজে লিপ্ত না হয়ে থাকলে পূর্বের নিয়তই যথেষ্ট। তবে এ ক্ষেত্রেও তাকবীরে তাহরীমা বলার সময় পুনরায় নিয়ত করে নেওয়া উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৭৭
  • মাবসূত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ১০
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮১
  • আসসিয়াআহ, খন্ড: , পৃষ্ঠা: ৯৮
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৩১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪১৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১