জিদ্দা বাসীদের জন্য উত্তম হজ্জ

ইসলামী জিন্দেগীহজ্জ১৯ ফেব, ২১

প্রশ্ন

আমরা এখানে জিদ্দায় যারা প্রবাসী অবস্থায় কর্মরত আছি, তাদের জন্য কোন হজ্জ করা উত্তম?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মীকাতের মধ্যে অবস্থানরত স্থানীয় বা প্রবাসী যারা আছেন, তারা শুধু মাত্র ‘হজ্জে ইফরাদ’ পালন করবে। তাদের জন্য ক্বিরান বা তামাত্তু করার অনুমতি নেই। তারা সুযোগ মত বছরের মাঝে যার যখন সুযোগ হয়, ইহরাম বেঁধে এসে উমরাহ করে যাবেন। উমরার জন্য কয়েকবার বাইতুল্লাহে আসতে পারেন।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১