মহিলার জন্য জমি বিক্রি করে হজ্জ করা

ইসলামী জিন্দেগীহজ্জ২২ ফেব, ২১

প্রশ্ন

জনৈক মহিলার স্বামী ও উপার্জনশীল পুত্র আছে। উক্ত মহিলার ব্যক্তিগত কিছু জমিও আছে- যা বিক্রি করলে হজ্জের খরচ হবে। উল্লেখ্য, তার অন্য কোন সম্পদ নেই। এমতাবস্থায় তার হজ্জ করার ব্যাপারে শরী‘আতের ফয়সালা কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, উক্ত মহিলার ঐ সম্পত্তি বিক্রি করে যদি তার নিজের ও সফরসঙ্গী স্বামী বা কোন মাহরামের হজ্জ সফরের জন্য যথেষ্ট হয়, তাহলে তার উপর হজ্জ করা ফরয হবে। কেননা, এমতাবস্থায় উক্ত জমি তার নিত্য প্রয়োজনীয় বস্তুর অন্তর্ভূক্ত নয়।

উল্লেখ্য যে, মহিলার উপর হজ্জ ফরয হওয়ার জন্য নিজের পাথেয় এবং নিজ খরচে হজ্জযাত্রী মাহরাম না পাওয়া গেলে স্বামী বা মাহরাম সঙ্গীর পাথেয় থাকা জরুরী। তা না হলে তার উপর হজ্জ ফরযই হবে না। যদি শেষ মুহূর্ত পর্যন্ত কোন মাহরাম না পাওয়া যায় তথাপিও গাইরে মাহরাম কোন পুরুষ বা কোন মহিলার সাথে হজ্জে যেতে পারবে না। সেই অবস্থায় বদলী হজ্জ করানোর জন্য ওসীয়্যত করা কর্তব্য।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৬২
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ২১৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১